প্রকাশের সময়: ০৩ নভেম্বর, ২০২৫ ০৮:০২ পূর্বাহ্ণ
৪৮৩ বোতল ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪৮৩ বোতল ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

৪৮৩ বোতল ফেনসিডিল ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ আশিকুর রহমান আশিক (৩০)।

রবিবার (২ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ০২:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি কাভার্ড ভ্যানযোগে ফেনসিডিল নিয়ে কুমিল্লা জেলা হতে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করে। পরবর্তীতে দুপুর আনুমানিক ০২:১০ ঘটিকায় আগত কাভার্ড ভ্যানটি উক্ত স্থানে পৌঁছালে গাড়ি থামানোর সিগন্যাল দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আশিককে গ্রেফতার ও কাভার্ড ভ্যানের পিছনের পাল্লা খুলে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। তার অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387