প্রকাশের সময়: ০৩ নভেম্বর, ২০২৫ ০৯:১৮ পূর্বাহ্ণ
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৬ নেতাকর্মী গ্রেফতার | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৬ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৬ নেতাকর্মী গ্রেফতার
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : রবিবার (০২ নভেম্বর ২০২৫) রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ (ছয়) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো : ১। ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮) ২। ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ নাহিদ হাসান শাওন (২৩) ৩। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২) ৪। চাঁদপুর জেলার যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও শাহরান্তি উপজেলার যুবলীগের সদস্য মোঃ নিজাম উদ্দিন কিরন (৪৩) ৫।পিরোজপুর জেলার কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রিয়াদ মাতুব্বর (৩১) ও ৬। ছাত্রলীগের বরিশাল মহানগর আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮)।

ডিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাজহারুল ইসলাম সোহেল ফকিরকে গ্রেফতার করে। রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালী জোনাল টিম নাহিদ হাসান শাওনকে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। উত্তরা পূর্ব থানাধীন ০৬ নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম সোমবার (০৩ নভেম্বর ) সকাল আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় মাহবুব আলম ওরফে লিটনকে গ্রেফতার করে।

অন্যদিকে রবিবার রাত আনুমানিক ১১:২০ ঘটিকায় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নিজাম উদ্দিন কিরনকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম । একই তারিখ রবিবার বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় রিয়াদ মাতুব্বরকে কদমতলী থানাধীন শ্যামপুর ১০ নাম্বার রোড থেকে ডিবি গুলশান বিভাগের একটি টিম গ্রেফতার করে। সোমবার (০৩ নভেম্বর ) ভোর আনুমানিক ০৩:৩০ ঘটিকায় বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম রাকিবকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ।

গ্রেফতারকৃত ৬ জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387