নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (BGBA) সম্প্রতি আয়োজিত এক সেমিনারে গার্মেন্টস খাতের ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক অস্থিরতা এবং বিদ্যুৎ–গ্যাস সংকটের কারণে দেশের গার্মেন্টস রপ্তানি বাজারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির ফলে নতুন অর্ডারগুলো অন্যান্য দেশে সরে যাচ্ছে।
সেমিনারে শিল্পপতিরা আরও উদ্বেগ প্রকাশ করেন যে, এই প্রবণতা অব্যাহত থাকলে বাংলাদেশের রপ্তানি আয় ও শ্রমিকদের কর্মসংস্থান সংকটে পড়তে পারে। তারা সরকারের কাছে দ্রুত সমন্বিত পদক্ষেপ এবং শিল্পখাতের স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানান।