প্রকাশের সময়: ০৪ নভেম্বর, ২০২৫ ০৭:০৮ পূর্বাহ্ণ
শূন্যতার হাহাকার ।। বুক খানা মোর শূন্য কইরা ঘর বাঁধলি কার সনে? | MkProtidin
Logo
/ সাহিত্য ও সংস্কৃতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শূন্যতার হাহাকার ।। বুক খানা মোর শূন্য কইরা ঘর বাঁধলি কার সনে?

শূন্যতার হাহাকার ।। বুক খানা মোর শূন্য কইরা ঘর বাঁধলি কার সনে?
ছবি : সংগৃহীত

       শূন্যতার হাহাকার 
---------------★★---------------


বুক খানা মোর শূন্য কইরা
ঘর বাঁধলি কার সনে?
প্রেম কয়েদি বানাই মোরে
বন্দী কইরা মনে।

চড়ুই হলে থাকতাম কি আর
তোর থেকে খুব দূরে?
চুপটি করে ঘর বাঁধতাম তোর
ব্যালকনিটা- জুড়ে।

ষোড়শীতে ছল করে তুই
কাড়ছিলি মোর হিয়া,
সব ভুলে ক্যান বাসলি ভালো
নতুন নামের- প্রিয়া!

মাঝ পথেতে হাত ছাড়ছিস তাই
কৃতজ্ঞতা জানাই, 
প্রেম অনলের ফুলকি দিয়া
কাব্য কলি বানাই।

কেমন আছিস কোথায় আছিস 
জানার ইচ্ছে জাগে,
ফুল হয়ে তুই ফুটিস যখন
 সকল শখের বাগে।

তুই নেই রে তাই ঘর বাঁধছি-ওই
মেঘ কন্যাদের দলে,
তোর স্মৃতি সব ভাসাই দিতে
নির্ঘুম নোনা জলে।

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

কলমে - শামীমা আক্তার

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387