মোঃ জসিম মিয়া : ঝিনাইগাতী থানার মানিক কুড়া বাজারে হৃদয়ে নলকুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয় এই ক্যাম্পে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল্লা, বিশিষ্ট সমাজসেবক ও সরকারি কর কর্মকর্তা এবং সংগঠনের সার্বিক সহযোগী আমিনুল ইসলাম আকাশ, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন আলম, এবং স্বেচ্ছাসেবী সদস্য জোয়েল ইকবাল দরবেশ।
চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মো. কায়সার মাহমুদ ও ডা. মো. রেদুয়ান ইসলাম। তারা ক্যাম্পে আগত রোগীদের বিভিন্ন স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এমন সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।