নওগাঁ প্রতিনিধি : উপজেলা প্রশাসনের তৎপরতায় বিক্রির উদ্দেশ্যে আনা অতিথি পাখি উদ্ধার করে পুনর্ভবা নদীর পাড়ে অবমুক্ত করা হয়। নওগাঁর পোরশায় অতিথি বা পরিযায়ী পাখি বিক্রির উদ্দেশ্যে আনা হলে উপজেলা প্রশাসনের তৎপর অভিযানে ছয়টি পাখি উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো পুনর্ভবা নদীর পাড়ে জনসম্মুখে অবমুক্ত করা হয়।
সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। সেখানে বিক্রয়ের উদ্দেশ্যে অতিথি পাখির দরদাম চলছিল। ঘটনাস্থল থেকে ছয়টি পাখি উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ জরিমানা আদায় করা হয়।
ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী পরিযায়ী পাখি ধরা, হত্যা, শিকার বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের পর তিনি ফেরার পথে পুনর্ভবা নদীর পাড়ে পর্যটকদের জন্য নির্মাণাধীন বেঞ্চ স্থাপনের কাজ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্থানীয় পরিবেশপ্রেমীরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অতিথি পাখি সংরক্ষণে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।