প্রকাশের সময়: ০৫ নভেম্বর, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ
“অসহায় মানুষের পাশে সরকার” — পাথারিয়ায় ২৫০ পরিবার পেল চাল সহায়তা | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ ০১:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“অসহায় মানুষের পাশে সরকার” — পাথারিয়ায় ২৫০ পরিবার পেল চাল সহায়তা

“অসহায় মানুষের পাশে সরকার” — পাথারিয়ায় ২৫০ পরিবার পেল চাল সহায়তা
ছবি : সংগৃহীত

মান্নার মিয়া : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় ২৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিডি কর্মসূচির আওতায় প্রতিটি উপকারভোগী নারীকে মাসে ৩০ কেজি হারে দুই মাসের জন্য মোট ৬০ কেজি চাল প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৫০ জন দুঃস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন— পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অসীম তালুকদার, ইউপি সদস্য মোঃ আব্দুল আওয়াল, মোঃ লিটন তালুকদার, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হাওয়ারুন নেছা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী মোঃ ফয়জুল হক, কম্পিউটার অপারেটর সজীব দাস, দফাদার হরিধন দেবনাথ এবং ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
চাল বিতরণকালে চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি সর্বদা তাদের কল্যাণে কাজ করে যাচ্ছি। পাথারিয়ার কোনো অসহায় মানুষ যেন অভাবে না থাকে, তা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। সরকারের এই ভিজিডি কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার একটি মানবিক উদ্যোগ। জনগণের আস্থা ও ভালোবাসাকে প্রেরণা হিসেবে নিয়ে আমি আগামীতেও উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখব ইনশাআল্লাহ।”
চাল গ্রহণকারী উপকারভোগীরা এই উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করে চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387