প্রকাশের সময়: ০৫ নভেম্বর, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ
সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি : নাহিদ | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি : নাহিদ

সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি : নাহিদ
ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় জনগণের আস্থায় নির্বাচন করবে দলটি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)।

দলটির চেয়ারম্যান নাহিদ হাসান নাহিদ বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন,

“এনসিপি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের বিকাশে বিশ্বাসী। আমরা কোনো জোটের আশ্রয়ে নয়, বরং জনগণের শক্তিতে বিশ্বাস করে এককভাবে নির্বাচন করছি।”

নাহিদ হাসান আরও বলেন,

“দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি, জনগণ উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিমূলক রাজনীতি চায়। এনসিপি সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।”

সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি এবার দেশের সব নির্বাচনী এলাকায় প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে দলীয় মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে।

নাহিদ হাসান জানান,

“আমাদের লক্ষ্য কোনো ক্ষমতা নয়, জনগণের সেবা। এনসিপি জনগণের ভোটের বিকল্প রাজনীতি প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।”

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387