প্রকাশের সময়: ০৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ
সাতক্ষীরা স্বর্ণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ ০১:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা স্বর্ণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা স্বর্ণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা : পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়।  

সভায় সম্মানিত পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন, স্বর্ণ ব্যবসা একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর খাত। এই খাতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সাতক্ষীরা পুলিশ প্রশাসন সর্বদা আন্তরিক। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও আস্থা গড়ে উঠলে যেকোনো অপরাধ প্রতিরোধ করা সম্ভব। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি দোকানে আধুনিক প্রযুক্তিনির্ভর সিসি ক্যামেরা স্থাপন, কর্মচারীদের যাচাই-বাছাই, চোরাই ও জাল স্বর্ণ শনাক্তকরণ, ছিনতাই ও প্রতারণা প্রতিরোধ এবং সন্দেহজনক লেনদেন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলার স্বর্ণ ব্যবসা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা, জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),সাতক্ষীরা, জনাব মোঃ শাহীনুর চৌধুরী, ডিআইও-১, (ডিএসবি), সাতক্ষীরা, জনাব মোঃ মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরা, জনাব মোঃ নিজাম উদ্দিন মোল্লা, অফিসার ইনচার্জ, সাতক্ষীরা থানা, জনাব মোঃ শামিনুল হক এবং জেলার স্বর্ণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দগণ।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387