মনিরুজ্জামান : জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশন থেকে প্রতীক হিসেবে ” শাপলা কলি” পাওয়ায় বকশীগঞ্জে আনন্দ মিছিল করেছে এনসিপি উপজেলা শাখা।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা প্রধান সমন্বয়ক মোসাদ্দেকুর রহমান মানিকের নেতৃত্বে মালীবাগ মোড় থেকে আনন্দ মিছিলটি শুরু করে বকশীগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় সদস্য ও জামালপুর জেলা শাখা যুগ্ন সমন্বয়কারী মোঃমশিউর আমিন শুভ।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী ইমদাদুল হক মিলন, যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান রাজু, যুগ্ম সমন্বয়কারী মোঃ পলাশ মিয়া, পৌর যুগ্ম সমন্বয়কারী এডি মোস্তাক আহমেদ,সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।