প্রকাশের সময়: ০৮ নভেম্বর, ২০২৫ ০৩:৫৪ অপরাহ্ণ
শ্রীনগরে মুদি দোকানে প্রতারকের ঠকবাজি, উধাও ব্যবসায়ীর মোবাইল | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীনগরে মুদি দোকানে প্রতারকের ঠকবাজি, উধাও ব্যবসায়ীর মোবাইল

শ্রীনগরে মুদি দোকানে প্রতারকের ঠকবাজি, উধাও ব্যবসায়ীর মোবাইল
ছবি : সংগৃহীত

আব্দুল মান্নান সিদ্দিকী : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা দোহার ড়কে রুদ্রপাড়া গ্রামে অবস্থিত 
আমির হোসেনের মুদি দোকানে  
  ৮ নভেম্বর ২০২৫সকাল দশটায় এক প্রতারক ক্রেতাবেশে উক্ত দোকানে  ২ কেজি চাউল ,২কেজি আটা, ১ কেজি ডাল ও  ২ কেজি চিনি চান দোকানির কাছে ।
এ সময় দোকানটি পরিচালনা করছিলেন ,
মোঃ মালেক তিনি এ প্রতিনিধিকে জানান, ক্রেতার অর্ডার মোতাবেক তিনি দোকানের সম্মুখ হতে একটু পিছন দিকে রক্ষিত মালামালওজন দিচ্ছিলেন  ,
দোকানের ড্রয়ারের  উপরে তখন তার  ত্রিশ হাজার টাকার দামের  একটি মোবাইল ছিল ।
  মালামাল মপা শেষে যখন মালামাল  ক্রেতাকে বুঝিয়ে দিবেন তখন দেখেন ক্রেতা  নেই ।
তার মন্তব্য  , যখন তিনি মালামাল মাপতে ব্যস্ত   সে ফাঁকে সুযোগ বুঝে উক্ত ক্রেতাবেশি প্রতারক   ড্রয়ারের উপর হতে মোবাইলটি নিয়ে   শটকে পড়ে কারণ সে সময়   তিনি ও উক্ত প্রতারক ছাড়া আশেপাশে কেউ ছিল না ।
 
এরপর তিনি অনেক খোঁজাখুঁজির করে ও প্রতারককে খুঁজে পাননি।
  আব্দুল মালেকের  বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার গোরাবন গ্রামে ।
  দোকানটি তার ভগ্নিপতির হলেও তিনি পরিচালনা করে থাকেন ।
এ ব্যাপারে থানায় কোন জিডি  ও মামলা করেননি।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387