প্রকাশের সময়: ০৯ নভেম্বর, ২০২৫ ০৫:২৯ পূর্বাহ্ণ
৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জমজমাট উদ্বোধনে রঙিন নন্দনকলা | MkProtidin
Logo
/ বিনোদন
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জমজমাট উদ্বোধনে রঙিন নন্দনকলা

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জমজমাট উদ্বোধনে রঙিন নন্দনকলা
ছবি : সংগৃহীত

সমরেশ রায় : শুরু হয়েছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫,  আজ তার দ্বিতীয় দিন, ৬ই নভেম্বর বৃহস্পতিবার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, ধনধান্য প্রেক্ষাগৃহে  এক ঝাঁক বিদেশি প্রতিনিধি ও অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে, বিকেল চারটায় ৩১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শত্রুঘ্ন সিনহা, সৌরভ গাঙ্গুলী, , আরতি মুখোপাধ্যায়, শোলের পরিচালক রমেশ সিপ্পি  সহ , এছাড়াও উপস্থিত ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব,  ঋতুপর্ণ সেনগুপ্ত, জিৎ গাঙ্গুলী, লিলি চক্রবর্তী, চিরঞ্জিত চ্যাটার্জী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ, তিলোত্তমা সোম, পরিচালক সুজয় ঘোষ ,উদ্বোধনী অনুষ্ঠানের আগে নৃত্য পরিবেশন করেন ডোনা গাঙ্গুলী।  উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহা কে পদ্মবিভূষণ পুরস্কৃত করেন। 

ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে একটি পুস্তিকাও প্রকাশিত হয়, এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ৬ই নভেম্বর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত, 

উদ্বোধনী অনুষ্ঠানের পর থাকছে নানান অনুষ্ঠান, থাকছে বিভিন্ন সেমিনার, প্রদর্শনী ও  সিনে আড্ডা- গানে গানে। চলচ্চিত্র উৎসব চলবে বিভিন্ন প্রেক্ষাগৃহে।‌

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সিনেমার কোন সীমারেখা নাই, সিনেমা সব সময় সীমাহীন, তাহার বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসে, মৃণাল সেন উত্তম কুমার ঋত্বিক ঘটক ও সৌমিত্র চট্টোপাধ্যায় এর নাম, এনাদের সেই স্মৃতি বিজড়িত বিভিন্ন ছবি ,সারা নন্দন চত্তর জুড়ে তৈরি হয়েছে। 

আজ ৩১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে, নন্দন চত্বরে সিনেমা প্রেমীদের ভিড় চোখে পড়ার মতো, শুধু সিনেমা প্রেমী নয়, বিভিন্ন শিল্পী থেকে শুরু করে কবি, সাহিত্যিক, পরিচালক, সবাই ভীর জমিয়েছেন নন্দন চত্বরে, তাহার মধ্যে অভিনেতা অভিনেত্রীদের আসা-যাওয়া, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে নন্দন চত্বর। কেউ কেউ আবার  বিভিন্ন মডেলের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে ব্যস্ত। এবারে থিমে তুলে ধরা হয়েছে ইন্দপুরী স্টুডিও , হাওড়া ব্রিজ কেউ, 

আজ দ্বিতীয় দিনে একদিকে যেমন সিনেমা প্রেমীদের লাইন নন্দন চত্বরে সিনেমা দেখার জন্য, অন্যদিকে শিল্পীদের ভীড় চিনে আড্ডা - গানে গানে মঞ্চের সামনে, তার সাথে সাথে চলছে চলচ্চিত্র কু্ইজ প্রতিযোগিতা। 

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ,আজকে সিনে  আড্ডা- গানে গানে উপস্থিত ছিলেন শিল্পীদের মধ্যে, অভিনেতা ও শিল্পী অরিন্দম গাঙ্গুলী, শিল্পী পৌষালী ব্যানার্জি, শিল্পী ইমন চক্রবর্তী,  শিল্পী রাজকুমার রায়, উপস্থাপনায় ,  ছিলেন পদ্মনাব দাশগুপ্ত, যাদের গানে আজ মঞ্চ হয়ে উঠেছিল আলোকিত, এই অনুষ্ঠান প্রতিদিন থাকছে মঞ্চে, বিভিন্ন শিল্পীদের উপস্থিতিতে,  প্রতি বছরের মতো এই বছর থাকছে সেরা ছবি ,সেরা পরিচালক ও অন্যান্যদের সম্মাননা ও পুরস্কার বিতরণ। সন্ধ্যা হওয়ার সাথে সাথে দূর দুরান্ত থেকে সিনেমা প্রেমীরা ভীড় জমাচ্ছেন নন্দনে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387