প্রকাশের সময়: ০৩ মে, ২০২৫ ০৪:২৪ অপরাহ্ণ
শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া

শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া
ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ ফ্লাইটে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে, যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া পূর্বনির্ধারিত ৫ মে-ই ঢাকায় ফিরছেন। তবে সেদিন কোন সময়ে ঢাকায় পৌঁছাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। খালেদা জিয়ার দেশে ফেরার ক্ষেত্রে শেষ মুহূর্তে এলো এমন সিদ্ধান্ত। শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্রে জানা গেছে এ তথ্য। যুক্তরাজ্য থেকে ফিরে তিনি যথারীতি তার গুলশানের বাসা ফিরোজায় ওঠার কথা রয়েছে। সেজন্য বাড়িটি প্রস্তুত করা হয়েছে। খালেদা জিয়ার দেশে ফিরাকে কেন্দ্র করে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাকে সব কিছু জানানো হয়েছে। গত সপ্তাহে বিষয়টি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি-ও দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এর আগে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে লন্ডন-সিলেট হয়ে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া। সঙ্গে ফিরবেন দুই পুত্রবধু ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান-ও। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। তাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে দলটি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387