প্রকাশের সময়: ১০ নভেম্বর, ২০২৫ ০৯:৩১ পূর্বাহ্ণ
সুন্দরবনে নিখোঁজ মার্কিন নারী পর্যটকের মরদেহ উদ্ধার | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে নিখোঁজ মার্কিন নারী পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবনে নিখোঁজ মার্কিন নারী পর্যটকের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

মাসুম বিল্লাহ, বাগেরহাট : বাগেরহাটের মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী রিয়ানা আবজাল (২৮)-এর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। 

নিখোঁজের দুই দিন পর সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন ,শনিবার (৮ নভেম্বর) দুপুরে সুন্দরবন ভ্রমণে আসা রিয়ানা আবজাল তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে করমজল পর্যটন কেন্দ্রের উদ্দেশে রওনা দেন। পথে ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগস্থলে পৌঁছালে প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এতে ১৩ জন পর্যটক নদীতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় ১২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও রিয়ানা আবজাল নিখোঁজ ছিলেন।

তিনি আরও বলেন, নিখোঁজের পর থেকেই বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হয়। অবশেষে সোমবার সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে বিকেলে মরদেহটি নিহতের বাবা, বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।রিয়ানা আবজালের গ্রামের বাড়ি বরিশালে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387