প্রকাশের সময়: ১০ নভেম্বর, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ
ফরিদপুরে পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ জন | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ জন

ফরিদপুরে পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ জন
ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : লাঠিসোটা ও রড নিয়ে দু’পক্ষের হামলা-পাল্টাহামলা, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুরে বহুদিনের জমে থাকা বিরোধ নতুন করে দাঙ্গার আগুন ছড়িয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি হলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাঠিসোটা ও রড দিয়ে একে অপরের ওপর হামলা চালায় উভয়পক্ষ।

সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, কয়েকজনের আঘাত গুরুতর।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বিরোধের মীমাংসা না হলে সহিংসতা আবারও ঘটতে পারে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387