প্রকাশের সময়: ১০ নভেম্বর, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
দুমকিতে আ'লীগের দুই নেতা আটক | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুমকিতে আ'লীগের দুই নেতা আটক

দুমকিতে আ'লীগের দুই নেতা আটক
ছবি : সংগৃহীত

‎মোঃ সজিব সরদার : ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে আ'লীগের সদস্য ও পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. খবির উদ্দিন (৫০) ও আঙ্গারিয়া ইউনিয়ন আ'লীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া (৩৫) কে আটক করেছে পুলিশ।

‎রবিবার (৯ইনভেম্বর)দিবাগত রাতে খবির উদ্দিনকে উপজেলা পরিষদের গেটের পূর্ব পাশের বাসা থেকে ও বাচ্চু মিয়াকে রবিবার থানা ব্রীজ এলাকা থেকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

‎প্রসঙ্গত, ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপির বিক্ষোভ চলাকালে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।এরপর গত বছরের ৫ আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর ৭ নভেম্বর ২০২৪ তারিখে বিএনপি নেতা মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় মামলাটি দায়ের করেন। সেই মামলায় তাদেরকে আটক দেখানো হয়।
‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387