মোঃ সজিব সরদার : পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে এনটিআরসি এর মাধ্যমে সদ্য স্কুল ও কলেজে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আঃ জব্বার হাওলাদার, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, এলএএম ইউনাইটেড মহিলা কলেজের অধ্যক্ষ সমির কুমার দাস।
সভায় বক্তব্য রাখেন বশির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন শিক্ষক প্রতিভা গুল, লতিফ মোহসেনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের নতুন শিক্ষক মোঃ কামরুল ইসলাম, মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবের মাহমুদ,
এসময় এনটিআরসি এর মাধ্যমে দুমকিতে সদ্য যোগদানকৃত ৪৫ জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।