প্রকাশের সময়: ১০ নভেম্বর, ২০২৫ ০২:৩৫ অপরাহ্ণ
শান্তিগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, হাজারেরও বেশি ইয়াবা উদ্ধার | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, হাজারেরও বেশি ইয়াবা উদ্ধার

শান্তিগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, হাজারেরও বেশি ইয়াবা উদ্ধার
ছবি : সংগৃহীত

মান্নার মিয়া : সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার শান্তিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানে দুই হাজার তিনশত পঞ্চাশ  পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার পীরের চক গ্রামের আব্দুল জলিলের পুত্র হোসেন আহমদ ওরফে সাদ্দাম হোসেন (৩৬), শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৃত জমশেদ আলীর পুত্র হাফিজুর রহমান(৩১)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ বলেন,  আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387