প্রকাশের সময়: ১০ নভেম্বর, ২০২৫ ০৩:২১ অপরাহ্ণ
যশোর ডিবি অভিযানে চুরি হওয়া মোটরসাইকেল সাতক্ষীরায় উদ্ধার, ২ চোর গ্রেফতার | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোর ডিবি অভিযানে চুরি হওয়া মোটরসাইকেল সাতক্ষীরায় উদ্ধার, ২ চোর গ্রেফতার

যশোর ডিবি অভিযানে চুরি হওয়া মোটরসাইকেল সাতক্ষীরায় উদ্ধার, ২ চোর গ্রেফতার
ছবি : সংগৃহীত

যশোর প্রতিনিধি : ডিবি যশোরের বিশেষ অভিযান চালিয়ে কেশবপুর থানায় চুরি হওয়া একটি FZ-V2 মোটরসাইকেল সাতক্ষীরার শ্যামনগর থেকে উদ্ধার করেছে। একই সঙ্গে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্য মোঃ সবুজ (২৯) ও সালাউদ্দিন গাজী (৩৮) গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী মোঃ শাহরিয়ার নাফিজের অভিযোগের প্রেক্ষিতে, ০৫/১০/২০২৫ তারিখে কেশবপুর থানাধীন “ব্রাক প্রজেক্ট” অফিসের গ্যারেজ থেকে মোটরসাইকেলটি চুরি হয়। ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান ও এএসআই মোঃ লাভলু হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়।

গ্রেফতারকৃতরা পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। মোঃ সবুজের বিরুদ্ধে ৫টি এবং সালাউদ্দিনের বিরুদ্ধে ৩টি চুরি মামলা রয়েছে। ধৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের পরিচয়:
১। মোঃ সবুজ শেখ (২৯), সাং- মাজাট ফুলতলা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।
২। সালাউদ্দিন গাজী (৩৮), সাং- কাকশিয়ালী, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা।

উদ্ধারকৃত জিনিস: একটি FZ V2 মোটরসাইকেল

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387