প্রকাশের সময়: ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০৬ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

মুন্সীগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
ছবি : সংগৃহীত

জেলা নিউজ : মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আজ অনুষ্ঠিত হলো পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাঙ্ক ব্যাজ পরানোর আনুষ্ঠানিকতা। জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার তার অফিস কক্ষে সদ্য পদোন্নতি পাওয়া এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে উন্নীত মোহাম্মদ নিজামুদ্দিন ফকির, মিল্টন দত্ত এবং মো. তৌফিকুর রহমানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে সম্মাননা জানান।

এসময় সার্জেন্ট পদ থেকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পদে উন্নীত সদস্যদেরকেও র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়।

পুলিশ সুপার বলেন, “পদোন্নতি দায়িত্ব ও প্রত্যয়ের নতুন পথ। আপনাদের সততা, দক্ষতা এবং পেশাদারিত্বের ওপরই পুলিশের সুনাম নির্ভর করে। জনগণের সেবায় আপনাদের আরও আন্তরিক হতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387