প্রকাশের সময়: ১০ নভেম্বর, ২০২৫ ০৪:২৩ অপরাহ্ণ
লালমনিরহাট জেলা পুলিশের অভিযানে হারানো মোবাইল ফেরত পেলেন প্রকৃত মালিক | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লালমনিরহাট জেলা পুলিশের অভিযানে হারানো মোবাইল ফেরত পেলেন প্রকৃত মালিক

লালমনিরহাট জেলা পুলিশের অভিযানে হারানো মোবাইল ফেরত পেলেন প্রকৃত মালিক
ছবি : সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা পুলিশ তাদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার আরেকটি উদাহরণ রেখে একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

জানা গেছে, জেলার এক বাসিন্দার ব্যবহৃত স্মার্টফোনটি সম্প্রতি হারিয়ে গেলে তিনি সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তিগত সহায়তা ও অনুসন্ধানের মাধ্যমে ফোনটির অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে পুলিশ সদস্যরা মোবাইলটি মালিকের হাতে তুলে দেন। নিজের ফোনটি ফিরে পেয়ে মালিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা পুলিশ জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারের কাজও তারা গুরুত্বের সঙ্গে করে থাকে। প্রযুক্তির সহায়তায় অপরাধ দমন ও সেবা প্রদান আরও দ্রুততর করা হচ্ছে।

পুলিশের এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে এবং জনআস্থা আরও সুদৃঢ় হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387