প্রকাশের সময়: ১০ নভেম্বর, ২০২৫ ০৪:৩৮ অপরাহ্ণ
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী আনিসুল হককে বিজয়ী করতে বাদাঘাটে উঠান বৈঠক | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী আনিসুল হককে বিজয়ী করতে বাদাঘাটে উঠান বৈঠক

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী আনিসুল হককে বিজয়ী করতে বাদাঘাটে উঠান বৈঠক
ছবি : সংগৃহীত

শফিকুল ইসলাম শফিক : সুনামগঞ্জ-১ (তাহিরপুর-বিশ্বম্ভরপুর-ধর্মপাশা ও মধ্যনগর ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনিসুল হককে বিজয়ী করার লক্ষ্যে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লাউড়েরগর বাজারে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট আহ্বান করেন। তারা বলেন, কেন্দ্রীয় নেতা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে জনগণকে সচেতন করাই এখন প্রধান লক্ষ্য।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী আনিসুল হক, সহ-সাধারণ সম্পাদক (কৃষকদল কেন্দ্রীয় সংসদ), সদস্য (আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপি) ও সাবেক চেয়ারম্যান (তাহিরপুর উপজেলা পরিষদ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল সিকদার।
বক্তারা বলেন, তৃণমূলের ঐক্যই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের ভিত্তি হবে।

উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387