খুলনা প্রতিনিধি : খুলনার দৌলতপুর থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ৯ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে দৌলতপুরের দেয়ানা এলাকায় অভিযান পরিচালনা করে হিরো শেখ (৩৮) নামে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি পাবলা তিন দোকানের মোড় এলাকার কেসমত শেখের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহভাজন হিরো শেখকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
কেএমপি জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।