প্রকাশের সময়: ১১ নভেম্বর, ২০২৫ ০৭:১৫ পূর্বাহ্ণ
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : পিরোজপুর, ১১ নভেম্বর (স্টাফ রিপোর্টার): জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের, পুলিশ সুপার, পিরোজপুর। সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব সাবিহা মেহেবুবা সভার সঞ্চালনা করেন।
পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের অফিসার ও ফোর্স সদস্যরা তাদের সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় এসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।
সভায় নিয়মিত ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সুবিধা, মানসম্মত খাবার, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে কর্তব্য পালনের নির্দেশ প্রদান করা হয়।
কল্যাণ সভার শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) জনাব পার্থ চক্রবর্তী, পিপিএম, জেলা পুলিশ পিরোজপুরের অফিসার ইনচার্জগণ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস, সিভিল স্টাফসহ অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387