প্রকাশের সময়: ১১ নভেম্বর, ২০২৫ ০১:১৮ অপরাহ্ণ
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে ইজিবাইক তল্লাশিতে ইয়াবাসহ যুবক আটক | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে ইজিবাইক তল্লাশিতে ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে ইজিবাইক তল্লাশিতে ইয়াবাসহ যুবক আটক
ছবি : সংগৃহীত

আনোয়ার হোছাইন : কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে কক্সবাজারগামী একটি ইজিবাইক তল্লাশি করে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুখাল চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

৩৪ বিজিবি সূত্রে জানা যায়, রেজুখাল চেকপোস্টের একটি নিয়মিত তল্লাশী দল বিজিবির ডগ জন-এর বিশেষ দক্ষতা ব্যবহার করে সোনাপাড়া হতে কক্সবাজারগামী ইজিবাইকটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ইজিবাইকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি এবং একটি Vivo Y90 মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটককৃত যুবকের নাম শওকত আলী (২৭)। তার বাবা জাফর আলম। বাড়ি টেকনাফের জাহেলিয়া পাড়া, লেংগুর বিল এলাকায়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, (পিএসসি) বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, আটক শওকত আলীকে ইয়াবা ও অন্যান্য জব্দ করা মালামালসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সফলতা ধরে রেখেছে। এসব অভিযানে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হয়েছে বলে স্থানীয়রা মন্তব্য করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387