প্রকাশের সময়: ১২ নভেম্বর, ২০২৫ ০২:৪২ অপরাহ্ণ
“চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” শ্লোগান নিয়ে গোমস্তাপুরে বিএনপির বিশাল সমাবেশ | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” শ্লোগান নিয়ে গোমস্তাপুরে বিএনপির বিশাল সমাবেশ

“চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” শ্লোগান নিয়ে গোমস্তাপুরে বিএনপির বিশাল সমাবেশ
ছবি : সংগৃহীত

মোঃ তুহিন, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে বুধবার বিকেল সাড়ে ৩টায় বিএনপির বিশাল গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হারুন অর রশিদ, যিনি বলেন,

“পদ্মা নদী শুধু একটি নদী নয়, এটি আমাদের জীবনরেখা। নদীর পানি বন্ধ হলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকবো।”

সমাবেশের প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা, যিনি বলেন,

“পদ্মা আমাদের মায়ের মতো। নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়—ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।”

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আশাদুল্লাহ আহমদ, তসিকুল ইসলাম, আলিনগর ও বাংগাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যানরা, সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, যুব ও মহিলা নেতারা। বিভিন্ন সাংবাদিক, স্থানীয় জনতা ও কৃষকরা এই সমাবেশে অংশ নেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন, পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টন নিশ্চিত করা না হলে উত্তরাঞ্চলের কৃষি ও জীবিকায় গুরুতর প্রভাব পড়বে, এবং সরকারের প্রতি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387