প্রকাশের সময়: ১২ নভেম্বর, ২০২৫ ০৩:৪৭ অপরাহ্ণ
পবিপ্রবিতে ইন্ট্রানশীপ ওরিয়েন্টেশন ও সার্জিক্যাল কিট বক্স বিতরণ | MkProtidin
Logo
/ শিক্ষা
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০২:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে ইন্ট্রানশীপ ওরিয়েন্টেশন ও সার্জিক্যাল কিট বক্স বিতরণ

পবিপ্রবিতে ইন্ট্রানশীপ ওরিয়েন্টেশন ও সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ছবি : সংগৃহীত

‎মোঃ সজিব সরদার : ‎পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিএসসি ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রি প্রোগ্রামের সেশন ২০১৯-২০ (সেশন-এ) শিক্ষার্থীদের ইন্ট্রানশীপ ওরিয়েন্টেশন-২০২৪ এবং সার্জিক্যাল কিট বক্স বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎গত মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় অনুষদীয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ডিন ও ইন্ট্রানশীপ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম ও  সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. সেলিম আহাম্মদ।

‎প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম দাপ্তরিক কারণে ঢাকায় অবস্থান করায় অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তায় ইন্টার্ন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে মনোযোগী থেকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেদেরকে দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ও বেসিক সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন অর রশিদ। তিনি বলেন, “ইন্ট্রানশীপ হলো শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনের অনন্য সুযোগ। এ সময়টিকে কাজে লাগিয়ে নিজেদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করতে হবে।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন,বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগম,
‎ইন্ট্রানশীপ কমিটির সদস্য প্রফেসর ড. আলী আজগর, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও কমিটির সদস্য প্রফেসর ড. এ.কে.এম মোস্তফা আনোয়ার,

‎এছাড়া উপস্থিত ছিলেন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

‎শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আল জাবের ও হুমায়রা জাহান দিশা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সার্জিক্যাল কিট বক্স তুলে দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387