প্রকাশের সময়: ১২ নভেম্বর, ২০২৫ ০৪:০৩ অপরাহ্ণ
কাশিপুর-নারায়ণ কুড়িতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের অঙ্গীকার করেছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাশিপুর-নারায়ণ কুড়িতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের অঙ্গীকার করেছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন

কাশিপুর-নারায়ণ কুড়িতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের অঙ্গীকার করেছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন
ছবি : সংগৃহীত

মান্নার মিয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাশিপুর গ্রামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ আসদ্দর আলী এবং যৌথ সঞ্চালনা করেন জেলা যুবদল নেতা মুফাসসির আহমদ রিয়াদ ও মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, “রাজনীতি আমার কাছে সেবার অঙ্গন, ক্ষমতার নয়। কাশিপুর ও নারায়ণ কুড়ি গ্রামের মানুষ বছরের পর বছর ধরে একটি বিদ্যালয়ের জন্য অপেক্ষা করছে। আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি— আমি সংসদ সদস্য নির্বাচিত হই বা না হই, ইনশা আল্লাহ এই দুই গ্রামে একটি মানসম্মত প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করব।
আমার একটাই লক্ষ্য— জনগণের আস্থা অর্জন করা এবং এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক শান্তিগঞ্জ-জগন্নাথপুর গড়ে তোলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কর্ণেল আলী আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এম.এ. কাহার, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিবনুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ফরিদুর রহমান ফরিদ,জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এ. কয়েছ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ ও কাশিপুর গ্রামের প্রবীণ মুরব্বি ইলিয়াছ আলী প্রমুখ।
বক্তারা বলেন,সুনামগঞ্জ-৩ আসনে ব্যারিস্টার আনোয়ার হোসেনের মতো শিক্ষিত, সৎ ও দক্ষ ব্যক্তিকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া এখন সময়ের দাবি। তিনি একজন যোগ্য নেতৃত্ব; তাঁর হাত ধরেই এই অঞ্চলের জনগণের প্রকৃত কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা ও দলীয় উন্নয়ন সম্ভব।”
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোঃ জামিল আহমদ, মোঃ আব্দুল ওয়াকিব, মোঃ লতিফ মিয়া, মুজাহিদ খান, আব্দুল কাইয়ুম, ফখরুজ্জামান, শহীদুজ্জামান,  মোফাজ্জল হোসেন,আশরাফুল ইসলাম,উপজেলা ছাত্রদল নেতা মোর্শেদ আহমদ ও নঈমুর রহমানসহ কাশিপুর ও আশপাশের এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনসাধারণ।
বক্তারা শেষে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পাশে থেকে আসন্ন জাতীয় নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387