প্রকাশের সময়: ০৫ মে, ২০২৫ ০১:২৯ অপরাহ্ণ
একাধিক মামলার আসামি যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৮:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

একাধিক মামলার আসামি যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার

একাধিক মামলার আসামি যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার
ছবি : সংগৃহীত
ইউসুফ আলী খান।। রাজধানী ঢাকার দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) বিকেলে রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী বলে জানা যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগ নেত্রী শাহানাজ পারভীন শোভা নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387