প্রকাশের সময়: ১৬ নভেম্বর, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
উত্তাল কালীগঞ্জ-  আন্দোলন থামছে না সাতক্ষীরা -৩ আসন ঘিরে, উত্তেজনা অব্যহত। | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০২:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তাল কালীগঞ্জ-  আন্দোলন থামছে না সাতক্ষীরা -৩ আসন ঘিরে, উত্তেজনা অব্যহত।

উত্তাল কালীগঞ্জ-  আন্দোলন থামছে না সাতক্ষীরা -৩ আসন ঘিরে, উত্তেজনা অব্যহত।
ছবি : সংগৃহীত

মোহাম্মদ আশরাফুল ইসলাম : টানা ১৪ তম দিনের মতো সাতক্ষীরা-৩ আসনে অধ্যাপক ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় উত্তেজনা বিরাজ করছে কালিগঞ্জ- আশাশুনি। তৃণমূল বিএনপি’র বিশাল বিক্ষোভ মিছিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফুঁসছে সাধারণ জনগন ও তৃণমূল নেতাকর্মীরা।


রবিবার (১৬নভেম্বর) বিকাল ৪ টায় কালিগঞ্জ বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ।


সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের কয়েক হাজার লোকের সমগম হয়।

এ কর্মসূচিতে বক্তব্য দেন , বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু মিলন কুমার সকার সহ আরো অনেকই বক্তারা অভিযোগ করেন, অধ্যাপক ডা. শহিদুল আলম দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।

তিনি দলের একনিষ্ঠ ও ত্যাগী নেতা এবং এলাকার মানুষের প্রিয় মুখ। তার জনপ্রিয়তা, ত্যাগ ও দলের প্রতি নিবেদন উপেক্ষা করা তৃণমূল নেতাকর্মীদের মনে গভীর ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।বক্তরা কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশে বলেন, আমরা চাই, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অধ্যাপক ডা. শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ আসনে দলীয় মনোনয়ন প্রদান করা হোক। অন্যথায় তৃণমূল নেতাকর্মীরা এই সিদ্ধান্ত মেনে নেবে না।

বক্তারা একযোগে ঘোষণা দেন, তৃণমূলের প্রত্যাশা একটাই অধ্যাপক ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে, নইলে বিএনপি’র ঘাঁটি কালিগঞ্জ-আশাশুনির কর্মীরা মাঠ ছাড়বে না।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387