প্রকাশের সময়: ১৬ নভেম্বর, ২০২৫ ০৫:০৩ অপরাহ্ণ
সিলেটে জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস উদযাপন: সমন্বিত পুনর্বাসনে জোর বক্তাদের | MkProtidin
Logo
/ স্বাস্থ্য ও লাইফস্টাইল
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটে জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস উদযাপন: সমন্বিত পুনর্বাসনে জোর বক্তাদের

সিলেটে জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস উদযাপন: সমন্বিত পুনর্বাসনে জোর বক্তাদের
ছবি : সংগৃহীত

সিলেট প্রতিনিধি : ‘সমন্বিত পুনর্বাসনে চাই সম্মিলিত প্রচেষ্টা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও উদযাপিত হলো জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস ২০২৫।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৯টায় বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির এবং সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমদ শাহীন।
এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা.শাহ ইমরান, অধ্যাপক ডাঃ ধ্রæব দাস, সহযোগী অধ্যাপক ডাঃ এ এস এম মাইনুল হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের রেজিস্টার ডাঃ চৌধুরী জাবের হোসেন তানিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফিজিক্যাল মেডিসিন চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যা ঔষধের পাশাপাশি ব্যায়াম, ফিজিওথেরাপি, অকুপেশনালরা।

পরে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষক, ফিজিওথেরাপিস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল মামুন, এবং সঞ্চালনা করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের রেজিস্ট্রার ডা. চৌধুরী জাবির হোসেন তানিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফিজিক্যাল মেডিসিন চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা, যা ঔষধের পাশাপাশি ব্যায়াম, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ও আধুনিক পদ্ধতির মাধ্যমে রোগীর পুনর্বাসনে সহায়তা করে। বাত, ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিসসহ স্নায়ুজনিত নানা রোগের চিকিৎসায় এ বিভাগের ভূমিকা অনন্য।

বক্তারা আরও বলেন, আধুনিক চিকিৎসার সঙ্গে সমন্বিত পুনর্বাসন কার্যক্রম সম্প্রসারিত হলে দেশের অসংখ্য মানুষ কর্মক্ষম জীবনে ফিরে আসতে পারবেন। এজন্য চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি।

অনুষ্ঠান শেষে ফিজিক্যাল মেডিসিন বিভাগের উদ্যোগে রোগীদের বিনামূল্যে পরামর্শ ও থেরাপি সেবা প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রতিবছর ১৩ নভেম্বর দেশে জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন করা হয় চিকিৎসা বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ শাখা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387