প্রকাশের সময়: ১৬ নভেম্বর, ২০২৫ ০৫:১১ অপরাহ্ণ
জনস্বার্থে ফেক ভিডিও সম্পর্কে সচেতন হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুরোধ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ ০১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জনস্বার্থে ফেক ভিডিও সম্পর্কে সচেতন হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুরোধ

জনস্বার্থে ফেক ভিডিও সম্পর্কে সচেতন হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুরোধ
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : জনস্বার্থে ফেক ভিডিও সম্পর্কে সচেতন হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুরোধ
সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কাজে মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও ভিডিও ব্যবহার করে একটি ভুয়া (ফেক) ভিডিও/নিউজ প্রচার করছে।

উক্ত ভিডিওতে ব্যবহৃত বক্তব্য ও তথ্যসমূহের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো প্রকার সম্পৃক্ততা নেই।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির মাধ্যমে ভয়েস প্রদান ও ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করা হয়েছে।

এই ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং মাননীয় অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে।


অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে ইতোমধ্যেই ভিডিওটি অপসারন ও আইনগত ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

বিভিন্ন সময়ের এই ধরনের ভুয়া ভিডিও/নিউজে বিভ্রান্ত না হওয়া, এড়িয়ে চলা এবং কোন প্রকার যাচাই বাছাই করে নিশ্চিত না হয়ে আর্থিক লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387