প্রকাশের সময়: ১৬ নভেম্বর, ২০২৫ ০৫:৩৩ অপরাহ্ণ
শান্তিগঞ্জে পারিবারিক বিরোধে নিরীহ যুবকরা ফাঁসানোর অভিযোগ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে পারিবারিক বিরোধে নিরীহ যুবকরা ফাঁসানোর অভিযোগ

শান্তিগঞ্জে পারিবারিক বিরোধে নিরীহ যুবকরা ফাঁসানোর অভিযোগ
ছবি : সংগৃহীত

মান্নার মিয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাকঁ গ্রামে পুরোনো পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কয়েকজন নিরীহ যুবককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে।

গত ফেব্রুয়ারিতে দুই ভাই—জয়নুল আহমেদ ও হুসাইন আহমেদের (ঝিনুক) মধ্যে কথা-কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে জয়নুল আহত হলেও দীর্ঘ কয়েক মাস পর তিনি নতুন মামলা দায়ের করে শিমুলবাকঁ ও জামলাবাদ গ্রামের কয়েকজন নির্দোষ যুবককে আসামি করেন, এমনকি নিজের বড় ভাইকেও মামলায় অন্তর্ভুক্ত করেন।

জয়নুলের মা অভিযোগ করে জানান—এ ঘটনায় ঝিনুক ছাড়া কেউ জড়িত ছিল না, মামলাটি সম্পূর্ণ বানোয়াট। স্থানীয় ওয়ার্ড প্রতিনিধি মাহবুব তালুকদারও বলেন এটি একটি পারিবারিক দন্দ্ব, অন্যদের ফাঁসাতে ষড়যন্ত্র করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই ইসমাইল হোসেন জানান—ঘটনাটি পারিবারিক বিরোধ বলেই মনে হচ্ছে, তবে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসীর দাবি—সঠিক তদন্তের মাধ্যমে নির্দোষদের হয়রানি বন্ধ করা হোক এবং মিথ্যা মামলার দায়ীদের আইনের আওতায় আনা হোক।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387