/ অর্থনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ০১ জানুয়ারি, ২০২৬ ০১:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
নওগাঁর মান্দায় আগুনে পুড়লো সাতটি দোকান
ছবি : সংগৃহীত
আরাফাত আলী, জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর মান্দায় আগুনে পুড়ে গেছে সাতটি দোকানের সমুদয় মালামাল। গতকাল সোমবার রাত দেড়টার দিকে উপজেলার জোতবাজার চৌরাস্তার মোড়ে আগুনের এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি এতে তাদের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, রাত দেড়টার দিকে জামাল হোসেনের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করে।
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, চৌরাস্তার মোড়ে জামাল হোসেনের মিষ্টির কারখানায় গভীর রাত পর্যন্ত মিষ্টি তৈরির কাজ চলে। সোমবার রাতেও সাড়ে ১১টার পর্যন্ত কাজ করা হয়েছে। এরপর দোকানবন্ধ করে মালিকসহ কর্মচারীরা চলে যান। রাত দেড়টার দিকে ওই দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। মিষ্টি বানানোর চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে আব্দুর রশিদ, আব্দুল খালেক, জামাল হোসেন, চন্দন কুমার পাল, জাইদুর রহমান, মকলেছুর রহমান আঞ্জু ও আলতাফ হোসেন রাফির দোকানের সমুদয় মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, ‘সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছার পরও দোকানের কোনো মালামাল রক্ষা করতে পারিনি। আগুনে আমার অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল:
mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387