নিজস্ব প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের শহীদ জালাল এলাকায় পূর্ববিরোধের জেরে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত লিজগ্রহীতা আব্দুল লতিফ খান জানান, তাঁর লিজ নেওয়া তিনটি পুকুরে প্রতিপক্ষ বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে।
অভিযোগে জানা যায়, একই এলাকার মিরাজ হাওলাদার (৩০), আব্বাস হাওলাদার (৩৭), মিজানুর রহমান হাওলাদার (৩৯), মাসুদ হাওলাদার (৪২) এবং শামীম হাওলাদার (১৯) পূর্ব শত্রুতার জেরে এই বিষ প্রয়োগের ঘটনার সাথে জড়িত।
আব্দুল লতিফ বলেন,
“পুকুরগুলোতে লিজ ও মাছের খাবারের জন্য ধারদেনা করে টাকা বিনিয়োগ করেছিলাম। সব মাছ মারা যাওয়ায় এখন আমি পথে বসে গেছি।”
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকতারুজ্জামান বলেন,
“অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।