নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বিশেষ সুবিধার আওতায় যারা দেশের মধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বা নিজ উপজেলায় অনুপস্থিত, তারা আইটি‑সহায়তা যুক্ত ভৌত ডাকভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
এই ব্যবস্থার মাধ্যমে প্রবাসী ও অনুপস্থিত ভোটারদের জন্য ভোটাধিকার প্রয়োগ করা সহজ ও নিরাপদ হবে। নির্বাচন কমিশন আশা করছে, প্রবাসী ভোটাররা তাদের মতামত প্রকাশে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত হবে।
আইটি‑সহায়তা যুক্ত ডাকভোট ব্যবস্থার বিস্তারিত নির্দেশিকা এবং প্রয়োজনীয় আবেদনপত্র নির্বাচন কমিশন ওয়েবসাইটে পাওয়া যাবে।