মো আহসানুজ্জামান : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গণপিটুনিতে তিন চোর নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে অজ্ঞাতপরিচয় ৮-১০ জনের একটি চোরের দল ছালাম নামে এক কৃষকের গোয়ালঘরের দেয়াল কেটে গরু চুরির চেষ্টা করে। গরু সরানোর সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে চোরদের ধাওয়া করে।ধাওয়া খেয়ে চোরেরা পিকআপ ভ্যান ফেলে পালানোর চেষ্টা করলে তিনজন পার্শ্ববর্তী একটি পুকুরে লাফ দেয়। পরে গ্রামবাসী পুকুর ঘিরে ফেলে তাদের ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
খবর পেয়ে সকালে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এদিকে, খবর পেয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের দাবি, এলাকা জুড়ে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে ক্ষোভ জমে ওঠে। এ ঘটনার পর এলাকায় আতঙ্কের পাশাপাশি চোরচক্র নিয়ে ক্ষোভ বিরাজ করছে। তদন্ত চলছে চোরদের পরিচয় অজানা
আইন ও বিচার
গোবিন্দগঞ্জে গণপিটুনিতে ৩ গরু চোর নিহত