প্রকাশের সময়: ১১ ডিসেম্বর, ২০২৫ ০২:১১ অপরাহ্ণ
ভোলায় পুলিশ সুপার কর্তৃক জেলা কারাগার ও জেল প্যারেড পরিদর্শন | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলায় পুলিশ সুপার কর্তৃক জেলা কারাগার ও জেল প্যারেড পরিদর্শন

ভোলায় পুলিশ সুপার কর্তৃক জেলা কারাগার ও জেল প্যারেড পরিদর্শন
ছবি : সংগৃহীত

ভোলা, ১১ ডিসেম্বর ২০২৫ : ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) আজ সকালেই জেলা কারাগার ও জেল প্যারেড পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় তিনি কারারক্ষী এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় মুক্তি আসন্ন কয়েদীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের সতর্ক করেন যেন মুক্তি প্রাপ্ত হয়ে পুনরায় কোনো অপরাধের সঙ্গে জড়ানো না হয়। এছাড়া তিনি জেলা পুলিশের প্রতি আহ্বান জানান, জনগণকে অপরাধমুক্ত রাখার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেল সুপার জনাব শংকর কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইব্রাহীম, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, জেলা গোয়েন্দা শাখা, ডি আইও-১, ডেপুটি জেলা পুলিশসহ অন্যান্য পুলিশ সদস্য ও কারারক্ষীগণ।

জেলা কারাগার পরিদর্শনের মাধ্যমে পুলিশ সুপার কারারক্ষী এবং অফিসারদের দক্ষতা, কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার নির্দেশ প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387