শফিকুল ইসলাম শফিক : মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৩ই ডিসেম্বর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার। সভায় বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউপি সদস্য সৈয়দ হোসেনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মুক্তিযোদ্ধাদের অবদান জাতি কোনোদিন ভুলবে না। তিনি আরও জানান, মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরের ১নং সাব-সেক্টরের আওতাধীন মধ্যনগর উপজেলার মহিষখলায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। আগামী ১৬ই ডিসেম্বর ভোর ৬টা ৩২ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে প্রথম শ্রদ্ধা নিবেদন করবেন বীর মুক্তিযোদ্ধাগণ। পরবর্তীতে উপজেলা ও স্থানীয় প্রশাসন, ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, জামায়াতে ইসলামীর অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করবেন।
এ সময় ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে উদযাপন করা হবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক মাইলফলক। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের গর্ব ও অহংকার। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং সেই সকল মা-বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।