প্রকাশের সময়: ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০৫ অপরাহ্ণ
শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আলী ওয়েলফার ট্রাস্ট (ইউকে) | MkProtidin
Logo
/ বিশেষ প্রতিবেদন
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৩:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আলী ওয়েলফার ট্রাস্ট (ইউকে)

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আলী ওয়েলফার ট্রাস্ট (ইউকে)
ছবি : সংগৃহীত

মান্নার মিয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে আলী ওয়েলফার ট্রাস্ট (ইউকে)।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় ট্রাস্টের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় আলী ওয়েলফার ট্রাস্টের স্বেচ্ছাসেবী কাওসার আহমেদ ভুট্টু ও মোঃ রাহাত আহমেদ যৌথভাবে সহায়তা প্রদান করেন।


বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সুয়েব আহমেদ সেলু। তিনি বলেন, “আলী ওয়েলফার ট্রাস্ট যেভাবে মানবিক দায়িত্ববোধ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। আশা করি, অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও এমন মানবিক কাজে এগিয়ে আসবে।”
স্থানীয়রা আলী ওয়েলফার ট্রাস্টের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387