প্রকাশের সময়: ১০ মে, ২০২৫ ০৫:১৬ অপরাহ্ণ
হারিয়ে যাওয়া ৩৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দিলো শাহজাহানপুর থানা পুলিশ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হারিয়ে যাওয়া ৩৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দিলো শাহজাহানপুর থানা পুলিশ

হারিয়ে যাওয়া ৩৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে বুঝিয়ে দিলো শাহজাহানপুর থানা পুলিশ
ছবি : সংগৃহীত
নিউজ ডেস্ক: বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩৩টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানা পুলিশ। ডিএমপির শাহজাহানপুর থানা সূত্রে জানানো হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে শাহজাহানপুর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত এক মাসে ৩৩টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। আজ শনিবার (১০ মে ২০২৫ খ্রি.) দুপুরে শাহজাহানপুর থানায় সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মীর মোহসীন মাসুদ রানার উপস্থিতিতে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। থানা সূত্রে আরো জানা যায়, ইতিপূর্বেও বিভিন্ন সময়ে শাহজাহানপুর থানা পুলিশ কর্তৃক বেশ কিছু হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387