প্রকাশের সময়: ১১ মে, ২০২৫ ০১:১৮ অপরাহ্ণ
রোয়াংছড়িতে বোধিবৃক্ষমূলে পবিত্র জল ঢেলে বুদ্ধ পূর্ণিমা পালন | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোয়াংছড়িতে বোধিবৃক্ষমূলে পবিত্র জল ঢেলে বুদ্ধ পূর্ণিমা পালন

রোয়াংছড়িতে বোধিবৃক্ষমূলে পবিত্র জল ঢেলে বুদ্ধ পূর্ণিমা পালন
ছবি : সংগৃহীত
হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে চার-চার-স্মৃতি বিজরিত গৌতম বুদ্ধের বৌধিসত্ব সুমেধা ঋষি দীপঙ্কর বুদ্ধ হতে বুদ্ধত্ব বর প্রাপ্তি, জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে বিশ্বশান্তি কামনায় বোধিবৃক্ষের জল সিঞ্চন, পূজা অর্চনা ও মাহা পটঠান সূত্রপাঠ অনুষ্ঠান ২০২৫ সালের বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বুদ্ধত্ব করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বলেই প্রতি বছরই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে বৌদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করে আসছেন বৌদ্ধ ধর্মালম্বীরা। এই দিনকে ঘিরে যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। আজ রবিবার ভোর সকালে প্রতিটি ধর্মাবলম্বীদের ছোয়াইন পূজা ও সকাল সারে ৯ টায় রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গন থেকে বের করা হয় মঙ্গলময় শোভযাত্রা। শোভাযাত্রাটি বাজার প্রাঙ্গণ হয়ে উপজেলা সদর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোধিবৃক্ষতলে গিয়ে সমবেত হন । এসময়বিকাল সারে ৩টায় বিভিন্ন ধরনের পাত্রে চন্দন জল, ফুল, জামপাতা এবং বৃক্ষ সজ্জিত টাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন দায়ক-দায়িকাসহ বিভিন্ন বয়সের নর-নারী। সমাবেত হন বৌদ্ধ ধর্মাবলম্বীরায় পঞ্চশীল, অষ্টশীল, নবমশীল গ্রহণের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনার মুক্তি লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এসময় ধর্মদেশনা দেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্ঞনাইদা মহাথের ও ধর্মদেশনা দেন ভান্তে ওয়াইন্দিতা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহাকরণিক গৌতম বুদ্ধত্ব লাভের জন্য ২৯ বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। এই দিনে নিরঞ্জনা নদীর তীরে এক বটবৃক্ষ মূলে ৬ বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন। গৌতম বুদ্ধ আজ থেকে ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেন। মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহা পরিনির্বাণসহ ত্রিস্মৃতির বিচরিত লাভ হওয়াই প্রতি বছরই বৌদ্ধ ধর্মালম্বীরা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে জাকজমকপূর্ণভাবে বৌদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করে আসছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বোধিবৃক্ষমূলে চন্দন জল ঢালতে আসা উহ্লাঅং মারমা ও ক্রানুচিং মারমা স্বপরিবার হতে গৌতম বুদ্ধ ত্রি-স্মৃতি বিচরিত উদ্দেশ্য এক জোড়া চীবন দান করেন। বৌদ্ধ বিহারের ভিক্ষু পঞঞানাইন্দা বলেন, এই পবিত্র তিথিতে বিহারে বিহারে ধর্ম দেশনা, সন্ধ্যায় প্রদীপ পূজা, হাজার প্রদীপ উৎসর্গ ও দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনার পাশাপাশি ধর্মদেশনা দিয়ে দেশবাসী ও সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়েছে। এসময়ের উপাসক-উপাসিকা, দায়ক-দায়িকা ও দুই হাজার অধিক বৌদ্ধ ধর্মবলস্বীসহ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387