Magazines cover a wide range of subjects, including fashion, lifestyle, health, politics, business, entertainment, sports, and science.

  • হোম
  • ব্লগের বিবরণ
রাজনীতি

নওগাঁয় ২৫০ জন হাফেজকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা

১৬ মার্চ, ২০২৫ পড়া হয়েছে: ১৮৯০
নওগাঁয় ২৫০ জন হাফেজকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে হিফজ সম্পন্নকারী ২৫০জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্রশিবির আয়োজিত অনুষ্ঠানে হাফেজদের সংবর্ধনা হিসেবে পবিত্র কুরআন শরীফ এবং ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম।

ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইনের সভাপতিত্বে আনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আ.স.ম আবু সায়েম, জেলা শিবিরের সেক্রেটারি আব্দুর রাকিব, জেলা শিবিরের মাদরাসা ও দাওয়াহ সম্পাদক শাকিব আল হাসানসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবর্ধিত হাফেজ শাহাদাত সাদি বলেন, হাফেজ হয়েছি দীর্ঘদিন আগে। কিন্তু এখন পর্যন্ত একসঙ্গে এতজন হাফেজকে কেউ সংবর্ধনা দেয়নি। এটি আমাদের জন্য অতন্ত্য সৌভাগ্যের। সামনে কোরআনের বাণী ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ইসলামের চার জন খলিফাই হাফেজ ছিলেন। সমাজে ইসলামের ধারক এবং বাহক হচ্ছে কুরআনের হাফেজরা। হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে আসলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে।



বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইন বলেন, আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন কুরআনের হাফেজরা। কিন্তু আমাদের সমাজে তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া হয়না। পূর্বের আওয়ামী শাসনের সময় অনেক আলেম এবং হাফেজকে বিনা অপরাধে নির্যাতিত হতে হয়েছে। আমরা চাই আমাদের সমাজে কুরআনের হাফেজরা সবসময় যেন সম্মানের আসনে থাকে। যার জন্য আজকের এ আয়োজন।