আলী আহসান রবি : শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদতের হৃদয়বিদারক ঘটনায যখন সমগ্র জাতি শোকাহত, তখন এই ঘটনার অপসুযোগ নিয়ে কিছু সংখ্যক উগ্র, অবিবেচক গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এই গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘদিনের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান 'ছায়ানটে'র ভবন আক্রমণ করেছে, তাতে অগ্নিসংযোগ করেছে এবং এই প্রতিষ্ঠানের অনেক সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস করেছে। 'ছায়ানটে'র পরিচালনায় ঐ ভবনে 'নালন্দা' নামে যে বিদ্যাণলয়ের কার্যক্রম পরিচালিত হয, এই আক্রমণে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
এই সঙ্গে আমি সাংস্কৃতিক সংগঠন 'উদীচী'র কার্যালয়ে আক্রমণ ও অগ্নিসংযোগেরও নিন্দা জানাই।
বাংলাদেশের দুটি সংবাদপত্র 'প্রথম আলো' ও 'দ্যা ডেইলি স্টার' -এর কার্যালয়ে সংঘটিত আক্রমণ এবং এদেশের প্রবীণ ও সাহসী সাংবাদিক জনাব নুরুল কবীরকে অপদস্থ করার হীন কর্মকান্ডে আমি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছি।
স্বার্থান্বেষী মহলের এই ধরনের কার্যকলাপ জুলাই আন্দোলনের চেতনাকে কালিমালিপ্ত করার অপপ্রয়াসই শুধু নয়, এর ফলে বাংলাদেশ বিরোধী ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশংকাও দেখা দিতে পারে।