সেলিম মাহবুব : ছাতকে থানা পুলিশ ডেভিল হান্ট (২) অপারেশন পরিচালনা করে থানায় দায়েরী মামলা নং-১৫, তারিখ- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ইং ধারা-The Special Powers Act,1974 Section 15/3) /25-D.এর তদন্তে প্রাপ্ত আসামী আবুল হোসেন-কে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ।
আবুল হোসেন (৪৩) কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামের মদরিছ আলীর পুত্র। সে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের একজন সমর্থক।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান
আসামী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, ধৃত আসামী আদালতে সোপর্দ করা হয়েছে।