প্রকাশের সময়: ২৩ ডিসেম্বর, ২০২৫ ০৫:৩৮ পূর্বাহ্ণ
বিএনপি'র নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, আনিসুল হক। | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ০১ জানুয়ারি, ২০২৬ ০১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি'র নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, আনিসুল হক।

বিএনপি'র নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, আনিসুল হক।
ছবি : সংগৃহীত

শফিকুল ইসলাম শফিক : সুনামগঞ্জ -১ আসনে(তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ধানের শীষের এমপি পদপ্রার্থী। 

২২ই ডিসেম্বর রোজ
 সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং  কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, ভাস্কর রায়, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত এবং জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলীসহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, সোমবার দুপুরে সুনামগঞ্জ– ১ আসনের এমপি পদপ্রার্থী আনিসুল হক আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম করেছেন।
এই সময় সুনামগঞ্জ -১ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387