সেলিম মাহবুব : ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ১জন আসামী গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত তাকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার আসামী মোহাম্মদ আলী (৪০) ছৈলা-
আফজলাবাদ ইউনিয়নের সিংগুয়া গ্রামের মো.কালা মিয়ার পুত্র।
পুলিশ জানিয়েছে সে জিআর-১৭৭/ ২৫ (ছাতক) মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
এদিকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ শামীম আহমদ-কে সোমবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গোবিন্দনগর-কোনাপড়া গ্রামের মৃত মোঃ আজিম উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, ডেভিলহান্ট অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।