প্রকাশের সময়: ২৩ ডিসেম্বর, ২০২৫ ০১:৪২ অপরাহ্ণ
এনসিপি নেতাকে গুলির ঘটনায় অন্যতম সন্দেহভাজন তন্বী আটক | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিপি নেতাকে গুলির ঘটনায় অন্যতম সন্দেহভাজন তন্বী আটক

এনসিপি নেতাকে গুলির ঘটনায় অন্যতম সন্দেহভাজন তন্বী আটক
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গুলির ঘটনায় অন্যতম সন্দেহভাজন তনিমা ওরফে তন্বীকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ, সোমবার (২২ ডিসেম্বর) রাতে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এর আগে আজ বেলা পৌনে ১২টার দিকে খুলনায় দুর্বৃত্তরা এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালায়, গুরুতর আহত এই নেতাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন তনিমা ওরফে তন্বীকে আটক করা হয়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387