প্রকাশের সময়: ২৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:২৬ অপরাহ্ণ
তামাবিল হাইওয়ে থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার 'রেজাউল করিম | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামাবিল হাইওয়ে থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার 'রেজাউল করিম

তামাবিল হাইওয়ে থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার 'রেজাউল করিম
ছবি : সংগৃহীত

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) : তামাবিল হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম ।


সোমবার ( ২২ ডিসেম্বর) সকাল ১১টায় পরিদর্শনে আসলে শুরুতেই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) সঞ্চয় চক্রবর্তী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে অভিবাদন জানান। পরে থানা প্রাঙ্গণে পুলিশ সুপারকে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।


পরিদর্শনকালে পুলিশ সুপার পরিদর্শন প্রতিবেদন বইয়ে পরিদর্শন নোট লিখেন এবং ফোর্সদের থাকার ব্যারাক ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


এ সময় থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387