প্রকাশের সময়: ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৯:৪৮ পূর্বাহ্ণ
বাগেরহাট-২ আসনে এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাট-২ আসনে এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাগেরহাট-২ আসনে এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি : সংগৃহীত

মাসুম বিল্লাহ, বাগেরহাট : বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।


সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নিয়ামুল নাসির আলাপ, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হিরোসহ বিভিন্ন পযায়ের নেতাকর্মী। মিছিল ও সমাবেশে সহাস্রাধিক নেতাকর্মী অংশ নেন।    

মিছিলে দূর্দিনের সালাম ভাই, আমরা তোমায় ভুলি নাই, ধানের শীষের কান্ডারি সালাম ভাই, আমরা তোমায় পাশে চাই স্লোগান দেন নেতাকর্মীরা। 
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে নিযাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন এম এ সালাম। তিনি নিজেও জেলজুলুমের শিকার হয়েছেন। আমরা চাই দুর্দিনের পরীক্ষিত নেতা বাগেরহাট-২ আসনে বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের বিকল্প নেই। তাকে ধানের শীষে মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387